‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর ‘দাওয়াল’

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর ‘দাওয়াল’

পিকলু জানান, এদের ‘দাওয়াল’বলা হতো। হাজার হাজার লোক নৌকা করে যেত। আসার সময় তাদের অংশের ধান নিজেদের নৌকা করে বাড়ি নিয়ে আসত। সে সময় তাদের নিয়ে অনেক ঘটনাই ঘটে। এই ‘দাওয়াল’ নিয়ে বিস্তারিত জানা যায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে।

পিকলু চৌধুরী বলেন, আত্মজীবনী পড়ে অনুপ্রাণিত হয়ে ‘দাওয়াল’ বানাচ্ছি। ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ে মনে হয়েছে বঙ্গবন্ধুর জীবনে বহু ডাইমেনশন আছে। প্রতিটি ডাইমেশন নিয়ে একটি করে সিনেমা বানানো যায়। অনুদানে জমা দেয়ার সময় ‘দাওয়াল’র বিষয় ওখান থেকে পেয়েছি এটা উল্লেখ করেছিলাম।

নির্মাতা জানান, মার্চ এপ্রিলে ছবিটির শুটিং করার করবেন। চলছে ছবিটির শিল্পী নির্বাচনের কাজ। তার ভাষ্য, আমার ছবিটি পিরিয়ডিক্যাল গল্পের। গল্পই এই ছবির প্রধান আকর্ষণ। ছবিটির অধিকাংশ শিল্পীই থিয়েটার থেকে নেওয়া হচ্ছে। আশা করি সব ঠিকঠাক করে আগামী মার্চের মধ্যেই শুটিংয়ে নামতে পারব।’

 

 

‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে অনুপ্রাণিত হয়ে পিকলুর ‘দাওয়াল’

https://www.channelionline.com/piklu-movie-dawal/?fbclid=IwAR2Z0ZgpRYXEbpQqw_giW4g9Qrm2fb2T42R5QlT7T57RilyPCmkebZD5ctA

Leave a Reply