‘দাওয়াল’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন পিকলু চৌধুরী

‘দাওয়াল’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন পিকলু চৌধুরী

আগামী মার্চ-এপ্রিল মাসের দিকে ছবিটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন নির্মাতা। বর্তমানে চলছে ছবিটির শিল্পী নির্বাচনের কাজ।

নির্মাতা জানিয়েছেন, ‘আমার সিনেমাটি একটি পিরিয়ডিক্যাল গল্প নিয়ে নির্মিত হবে। গল্পই হলো এই ছবির প্রধান আকর্ষণ। তাই ছবিটির অধিকাংশ শিল্পীই থিয়েটার থেকে নেওয়া হবে। আশা করি সব ঠিকঠাক থাকলে আগামী মার্চের মধ্যেই শুটিংয়ে নামতে পারবো।’

ইতিমধ্যে ছবিটির সঙ্গে চিরকুট ব্যান্ডেরি ইমনের সম্পৃক্ততাও নিশ্চিত করেছেন তিনি। ধীরে ধীরে ছবিটির অন্যান্য কলাকুশলী এবং শিল্পীদের নামও জানাবেন।

উল্লেখ্য, বাংলাদেশের ‘দাওয়াল’-এর কথা জানেন না এই প্রজন্মের অনেকেই। মূলত এটি ১৯৪৮-৮৯ এর ঘটনা এটি। ‘সে সময় খাদ্য সমস্যা দেখা দিয়েছিল দেশের বেশ কয়েকটা জেলাতে। বিশেষ করে ফরিদপুর, কুমিল্লা এবং ঢাকা জেলার জনসাধারণ এক মহাবিপদের সম্মুখীন হন। সরকার কর্ডন প্রথা চালু করেছিল সেই সময়। তখন এক জেলা থেকে অন্য জেলায় কোনো খাদ্য যেতে দেওয়া হতো না। ফরিদপুর এবং ঢাকা জেলার লোক, খুলনা এবং বরিশালে ধান কাটার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসেবে যেতেন। তখন এরা ধান কেটে উঠিয়ে দিতো। এর পরিবর্তে একটা অংশ তারা পেতো। এদেরকেই বলা হতো ‘দাওয়াল’।

Share:

Add comment: