নাটকটির জন্য তিন দিন পুরো ট্রেন ভাড়া করা হয়েছিল

নাটকটির জন্য তিন দিন পুরো ট্রেন ভাড়া করা হয়েছিল

নাটকটির জন্য শিল্পী-কলাকুশলীরা যে পরিশ্রম করেছেন, সে কথা উল্লেখ করতে গিয়ে পিকলু চৌধুরী বলেন, ‘একদিন এমন হয়েছে, বিকেল ৪টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত একটানা শুটিং করেছেন তারিক আনাম খান ও শতাব্দী ওয়াদুদ।’

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ছোট ঘটনা। পাকবাহিনীর অত্যাচারের কোনো কোনো ঘটনা এতটাই নৃশংস ছিল যে, সেসব গল্প শুনলে বুক কেঁপে ওঠে।

এমনই এক সত্য ঘটনার অনুপ্রেরণার নির্মিত হয়েছে নাটক ‘শ্বাপদ’। এর দৃশ্য ধারণ করতে তিন দিনের জন্য ভাড়া করা হয়েছিল পুরো একটা ট্রেন।

এমনটাই জানালেন নাটকটির প্রযোজক পিকলু চৌধুরী।
তিনি বলেন, ‘আমাদের পুরো নাটকটি চিত্রায়িত হয়েছে সৈয়দপুর ও পার্বতীপুরে। দৃশ্য ধারণের সুবিধার্থে তিন দিনের জন্য একটি ট্রেন ভাড়া করেছিলাম আমরা। ৬-৭টা মালবাহী বগিযুক্ত এই ট্রেন ভাড়া মেটাতেই ব্যয় হয়েছে ২ লাখ ৬৪ হাজার টাকা।’

মাসুম শাহরীয়ারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির।

এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শবনম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু ও রউনক রিপনসহ অনেকে।

নাটকটির জন্য তিন দিন পুরো ট্রেন ভাড়া করা হয়েছিল
‘শ্বাপদ’ নাটকের দৃশ্যে শবনম ফারিয়া, এফ এস নাঈম ও তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

নাটকটির জন্য শিল্পী-কলাকুশলীরা যে পরিশ্রম করেছেন, সে কথা উল্লেখ করতে গিয়ে পিকলু চৌধুরী বলেন, ‘একদিন এমন হয়েছে, বিকেল ৪টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত একটানা শুটিং করেছেন তারিক আনাম খান ও শতাব্দী ওয়াদুদ।’

তিনি জানান, ইতোমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে।

পিকলু জানান, নাটকের এই গল্প তারা শুনেছেন ঘটনার সাক্ষী ওয়াজিউল্লাহর মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছে।

ওয়াজিউল্লাহ চৌধুরী ১৯৭১ সালে পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী, দুই ছেলে, মেয়ে এবং মাকে নিয়ে ছিল তার পরিবার।

Share:

Add comment: